জীবন ভর অবাধ্য শৃঙ্খলা বর্জন
উদ্ভ্রান্তের ন্যায় সদা ছুটি সারাক্ষণ।
প্রমত্ত কলুষ প্রাণ মগজে দুর্মতি
শত ইঙ্গিতে ফিরে না হৃদের সুমতি।


আদেশ নিষেধ যত দলি বেখেয়ালে
কালিমা লেপন রয় অধমের ভালে,
সদা সত্য বাণী হতে গাফেল রয়েছি
আদর্শের পথ হতে দূরেই থেকেছি।  


পঙ্কিল পথে জীবন করেছি গমন
আত্মতৃপ্তি পাই যত কাজ অশোভন,
চৈতন্যতা অসময়ে প্রাণে দেয় নাড়া
তোমার পথ সন্ধানে বিবেকের তাড়া।


অনুশোচনায় সিক্ত বিদগ্ধ মনন
ক্ষমা মাগি নিশিদিন প্রভুর চরণ।