রাজার ঘোড়া হলেও খোঁড়া তবু সে তো হয় রাজার,
তার দিকে তুই বক্র দৃষ্টি ফেলবি সে কী খুব সোজা;
হাঁটা চলায়  রয় ব্যতিক্রম তাই বলে কী খুব মজার,
রাজার ঘোড়া হলেও খোঁড়া তবু সে তো হয় রাজার,
গরব তাহার ধরেনা আর  এমন কারো হয় কী আর,
বোলতে মানা সেই ঘোড়াটাই একটু খানি রয় কুঁজা;
রাজার ঘোড়া হলেও খোঁড়া তবু সে তো হয় রাজার,
তার দিকে তুই বক্র দৃষ্টি ফেলবি সে কী খুব সোজা।