খেলার জবাব হয় খেলার  মাঠে
জয় পরাজয় কী আর নদীর ঘাটে?
বলের সাথে কভু দেখাই নাই যার
বিছানায় ঠ্যাং নাড়ানি ব্যর্থ তাহার।

যোগ্য খেলোয়ার কভু নয়'রে ভীতু
অযোগ্যরা কদাপি পায়না হতে থিতু
অযোগ্য চায় শুধু ফাঁকা মাঠে গোল,
কেমন করে যায় পাকান গণ্ডগোল।

ভালো খেলোয়ার খেলায় বিশ্বাসী হয়
আপন যোগ্যতায় হবে জয় পরাজয়
সমান তালে লড়বে পায়ে নিয়ে বল,
জয়ের মোহে করবেনা'ক মিথ্যা ছল।