অনাদিকাল থেকেই চলে আসছে
শোষণ নীতির ধারাবাহিক নির্মমতা
কবে আমরা ছিলাম স্বাধীন?


জন্ম থেকেই পরাধীনতার শৃঙ্খল পায়
শোষকের অভিলাষের নির্মম কষাঘাতের হুংকার
প্রতিবাদীর টুঁটি বিদীর্ণ করা বুলেটের তীব্র ক্ষীপ্রতা


ভীত তটস্থ জনতা গণতন্ত্রের দাবী ছেড়েই দিয়েছে
ক্ষুধার দাবিতে নির্বিঘ্নে মিছিলের দাবীও ক্ষীণতর


নেই আর কোন বিপ্লব
বিপ্লবী চেতনা ধ্রুপদী বুটের পেষণে পৃষ্ট
উচ্চ ক্ষমতাধর তারা যেনো নীরব দর্শক
এ যেনো পূর্বেই লিখিত সাধারনের অদৃষ্ট


সেই যে হলো পতন মীর জাফরের কারসাজিতে
কূল হারা জাতি আজো খুঁজে ফিরে দরিয়ার কূল
বার বার স্বাধীন হয়েও আজো খুঁজছে স্বাধীনতা


সকল সময়ে চোখ রাঙানো শিকার অসহায় জনগোষ্ঠী
আজো আঁধারেতে হাতরাই আর ডাইরিতে চোখ বুলাই
কবে আমরা ছিলাম স্বাধীন?
…………………………….কবে আমরা ছিলাম স্বাধীন?