কবির কলমের দ্রোহ ঝিমায়
সাজিয়ে রাখা কাঁচ কাঠের আলমারিতে
কবির চাওয়া চেতনা ভূলুণ্ঠিত হয়ে খায় গড়াগড়ি
মানবতার গান
সাম্যের শ্লোগান
বৈষম্য না মানার তীব্র হুংকার চারদেয়ালে তড়পায়


বই পড়ে আর কেউ হয়না উজ্জীবিত
শুধুই সংগঠন আর সাংগঠনিক কর্মকাণ্ডের ব্যস্ততা
আধিপত্য বিস্তারে উন্মুখ সর্ব মহলের নব কৌশল
স্বকীয়তার নেই বালাই
অন্যের বুলি আওরাই
মেকির বাজারে নিমগ্ন চিত্তে তৈলমর্দনে সদাই স্মিত


কবি ও কবিতারা হাসে তাচ্ছিল্যের
কতো ফাগুন বিধস্ত কাল বৈশাখীর ভয়াবহতায়
বানের জলে ভাসিয়ে নিয়ে যায় কতো সুখের বরাত
কবিতারা রয় অমলিন
প্রজ্বলিত রয় নিশিদিন
আলোর বর্তিকা আগামীর পথের দিশা অমরত্বের