তীব্র খরা,দহনে উত্তপ্ত চারিদিক
নদী নালা জলশূন্য,মাঠ শুকিয়ে মরা,
অসহনীয় জ্বলন ভেতর বাহির
হাট বাজারে যায়না তাকান,সাধারণের প্রাণ হরা।


পুড়ছে শরীর,পুড়ছে মানুষের মন
পড়েছে বাজারে কালোবাজারির নিকৃষ্ট চোখ
শুকনো লংকার পর উঠলো বাজি কাঁচা লংকার ডঙ্কা
আদা বেচারা সেও বুঝিয়ে দিলো তার গুণাগুণ।


কার খুশিতে আজ মনুষ্যত্বের বলি
তিন শতকের জিরা আজ এগারো শতক,
দূর্বৃত্তের দল নিয়েছে দখল মানুষের মগজ
নব নব কৌশলের জাল ফেলছে নীবর ঘাতক।


হায় নিয়তি কোন অভিশাপের এ দহন
হাঁটুজলে মাছেদের বাঁচার আকুতি,জলের উত্তাপ
মা মাছেদের আহাজারি আতুঘরেই ভস্ম সবই
গবাদিপশুরও হয়না সহ্য এই তীব্র প্রতাপ।


আর কতো অভিমান হে প্রভু
আমরা না হয় নাইবা হলাম মানুষ,
তা বলে তুমি থেকোনা রুক্ষ হয়ে,জ্ঞান দাও-
মানবতার তরে,রক্ষা করো ভারসাম্য,আন জনমনে হুঁশ।