যতটুকু ভালোবাসি ঘৃনা তার বেশি,
ভ্রষ্ট অভিপ্রায়ে হলো যতো রেষারেষি;
কন্যাসম স্থানে ছিলো হৃদয় গহীনে,
ঠকেছি মায়াতে তার অন্তর না চিনে।


সরল প্রাণে গরল ঢেলে অবিরত
করিলে একা সকল হৃদয়েতে ক্ষত;
আশকারা দিয়েছিলে জেনে শতশত,
দুষ্ট অভিলাষে সবি যে মনের গত।


মিষ্টি হাসির আড়ালে কত যে ছলনা,
কাঁদে সদা দু'টি পিতা কথাটি ভুলোনা;
দু'পরিবারের বুকে জ্বেলেছো অনল,
নয়নে থেকে ঝরালে নয়নের জল।


জন্ম দিই'নি তো তারে তবু পিতাজাত,
তারি শোকে অহর্নিশ করি অশ্রুপাত।