কথা ছিলো
মাথার উপর খোলা আকাশের
মুক্ত বিহঙ্গের মতো ডানা ঝাপটা দিয়ে উড়ে
বেড়ানোর,কাথাই ছিলো নীলাম্বরের বুকে
ভোরের স্নিগ্ধ আলোয় নূতন স্বপ্ন নির্ঝঞ্ঝাট!


কথা ছিলো
সোলালি রোদ্দুর,রুপালি নদীর
গাঙচিলের মেলা,শুশুক দলের প্রেমলীলা
অদূরে ভাসবে মাঝির কণ্ঠে ভাটিয়ালি সুর মাধুর্য
রাখালিয়ার ঠোঁটে মুরলী ঝড় উঠাবে অশ্বথ ছায়ে!


কথা ছিলো
আগামীর মুখে হাসি ফোটানোর
অনাহারে অশিক্ষায় পড়বেনা ঝরে কোন প্রাণ
দুর্বল সম্বলহীনের হাতে রেখে হাত স্বপ্ন দেখানোর
কথাই ছিলো ক্ষুধার দাবিতে নির্বিঘ্নে মিছিলের!


কথা ছিলো
উত্তর মেরু হতে দক্ষিণ,পূর্ব,পশ্চিমে
অবাধ বিচরণ করার পূর্ণ স্বাধীনতার আশ্বাস
একটিও বন্দুকের গুলি কেড়ে নেবেনা তাজা প্রাণ
বেয়নেটের খোঁচায় খোঁচায় রক্তাক্ত হবেনা ফের!


কথা কী শুধুই কথার কথাই ছিলো…?


<><><><><><><><><><><><><><>
০৬-০১-২০২৩ খ্রীষ্টাব্দ
রোজঃ-শুক্রবার
মহাখালী, ঢাকা।