দুর্বলের পর সবলের ভাই
অত্যাচার চলে বেশ,
কইতে গেলে ভাই হক কথা
থাকবেনা মাথায় কেশ।

জুলুমবাজি আর কারসাজির
আচ্ছা বুকের পাটা,
কুটচালের আর ছল চাতুরীর
কৌশলে জ্ঞান বাটা।

রাজাধিরাজ হয়'গো তারাই
পরের মগজ লুটে,
সহজ সরল আমজনতার
ভাগ্যে কী সব জুটে।

সাধু শয়তান জোর নিনাদে
হাঁকে রাজ্য দখল,
জীর্ণ শীর্ণ জাতির গাত্রে
নাই প্রতিবাদী বল।