অতি নিকৃষ্ট প্রাণী কুকুর সবাই করে তারে হেলা
অখাদ্য সব খাদ্য খেয়ে তার যায়রে কেটে বেলা,
হাটে বাটে বসত যে তার পায়না কভু আপন ঘর
বড় ছোট সকল মানুষই তারে যায় করে দূর দূর।

সেই কুকুর আবার পোষ্যও হয়ে রয় বিনয়ী অতি
সদ আচরণ তারও আছে সদাই বড় কোমল মতি,
ভালোবাসা পাইলে তারাও আপন হয় আর বেশি
ছোটদের সাথে সখ্যতা গড়তে নেই তাদের জুড়ি।

অতি সহজেই মুনিব ভক্ত হয় প্রেমে পাগলপারা
ঘুমের মাঝেও সজাগ কর্ণ দেয় যে সদাই পাহারা,
প্রবেশ দ্বারে সদা রয় পড়ে দায়িত্ব পালনে উৎকৃষ্ট
খাবার বেলা নেই তেমন চাহিদা থাকে যা উচ্ছিষ্ট।

তারে আদর করে কেউবা আবার বিছানাতে রাখে
অতি বাধ্য শিশুর মতো গলায় জড়িয়ে সে থাকে,
অল্পতেই সে হয় তুষ্টি মনিবকে যায় ভালোবেসে
মুনিবের বিপদে সে বুক চিতিয়ে দাঁড়ায় অনায়াসে।

মুনিব অন্তপ্রাণ এমন নজির ভাই আছে ভুরি ভুরি
যার নুন খায় তার দাম দিতে নেই যে তাহার জুড়ি,
বোবা প্রাণিও তার মালিক ছাড়া চিনেনা কিছু আর
কুকুর নিকৃষ্ট হয়েও হয়রে সর্বোৎকৃষ্ট কর্মগুণে তার।