আজো এই নদী কূলে উঠে কুল-কুল কলরব
ভাটির টানে ছেড়ে এ কূল ভুলে আছ কি সব?
ওগো ঢেউ প্রথমা তুমিই প্রাণের প্রিয়তমা,
তোমারই শূণ্যতায় এ হৃদে কত বেদন জমা।
নয়নের জল আর নদীর জল একাকার হয়ে যায়,
কাঁদে কূল ঊর্মির লাগি বেলা যে যায় হতাশায়।
সকলই এলো হায়! কাঁদিয়া কয় বিরহিণী কূলে,
এ কূূল ছাড়ি প্রিয়া না জানি কোন কূলে ঢেউ খেলে।
অজানিতে যদি'গো কখন হয় ভুল ক্ষণিকের ভুলে,
ভুলিও ব্যথা ক্ষমিও অপরাধ ফিরে এসো মোর কূলে।
ভাঙা গড়া যাই খেলে যাক কূলের'ই প্রিয়া ঢেউ,
কূলের ব্যথা কূল ছাড়া আর জানিলনা কেউ।