কোন ভুলে তুমি পা বাড়ালে আজ এ পথে
যে পথ করেছিলে ত্যাগ অনেক প্রতিবাদে।।


অনেক যতনে গড়েছিলাম ছোট্ট একটি ঘর
তৃষিত নয়নে দেখেছি স্বপন মিলন বাসর।।
কোন পাষাণীর বিরহের অনলে পুড়ে হলো ছাই
সাজানো ঘর আমার নিমিষেই ভরিলো বিষাদে……


যে পথ করেছিলে ত্যাগ অনেক প্রতিবাদে……


ভাবিনি'তো কোনদিন এমন হবে
আশার বাসর আমার শূন্য রবে-
ভাবিনি'তো কোনদিন এমন হবে।


কী অপরাধ করেছি আজও তা রইলো অজানা
অতি চেনা আপনজন সেও আজ বড় অচেনা।।
মিথ্যের আবরণে ঢাকা পড়ে রইলে তুমি
অকারনে জীবন ভরিয়ে দিলে শুধুই অপবাদে…


যে পথ করেছিলে ত্যাগ অনেক প্রতিবাদে
কোন ভুলে তুমি পা বাড়ালে আজ এ পথে
যে পথ করেছিলে ত্যাগ অনেক প্রতিবাদে।