বছর ঘোরে সবার মাঝে এলো কুরবানির ঈদ
খুশির ফোয়ারা বইছে সদা চোখে যে নাই নিদ,
ছোট বড় সবার মনে বয় ঈদ আনন্দের খুশি
কাজের ফাঁকে বৌ-ঝি'র মুখে মিষ্টি মধুর হাসি।  

আত্মীয় পরিজন ভরবে বাড়ি আছে নিজ কুরবানি
ছোট্ট সোনারা দাগায় বাজেট কে নিবে কত সেলামী,
তোমার ঘরে খুশির ঢল ষাঁড়টা এবার ভীষণ দামী
গোঁফ হাতিয়ে ভাবছো বসে বলবে লোকে তুমি নামি

খোঁজ নিয়ে দ্যাখো ও ভাই আছে কত দীনো জন
তাদের খুশি ভাবো সাথে ধরার বুকের  সুখী জন,
অসহায় গরীব এতিম যারা ওদের আছে অধিকার
তোমার খুশি দাও ছড়িয়ে ফোটাও মুখে হাসি সবার।

দ্যাখো নিভৃতে ঝরে কোন অভাগীর চোখের পানি
দীনহীনে করো দান দাওনা ওদের ঘরে সেমাই চিনি
কুরবানি করে ওদের ঘরে পাঠিও তোমার মেহমানি
চির আপন জানবে তারা বাড়বে মান তোমার আপনি

কুরবানি করো আমিত্ববোধ করো পাপের কুরবান
আত্ম অহম ত্যাগ করো ভাই অবনীতে সবাই সমান,
ধনী দরিদ্রে কদাপি প্রভু আমার,করেনি'ক ব্যাবধান
মৃত্যুর পর প্রভু নিবেন শুধুই আছে কার কত ঈমান।

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
১০-০৭-২০২২ খ্রীষ্টাব্দ
রোজঃ-রবিবার
১২ঃ৩০ মিনিট (রাত)