মরুর বুকে ফুটলো যে এক রসুল নামের ফুল
সেই ফুলেরই সুবাস লয়ে ভাঙল যে হৃদ ভুল,
পথহারা পায়রে দিশা প্রেমেতে তাঁহার
অবিনিত প্রাণেও জাগে সম্প্রীতি উদার,
ত্রিভুবনে হয় সাদৃশ্য এমন নাই যে তাঁহার তুল।