সবই যদি হয়'রে লীলা
দোষী কী আর সাধারণ,
আসল খেলা রয় অগোচর
অন্য কে দোষ অকারণ।


দুর্জনের ভাই কতো যে ছল
সারল্যতার সব বিকল
বলপ্রয়োগের নেই প্রয়োজন
প্রধান অস্ত্র চতুর বল।


বড়ো হবার প্রবল তিয়াস
খেয়ে অভিশাপের খুন,
বুঝে না'কো তার পাঁজরে
ধরছে কষে জনম ঘুণ।


তবু যে তার হয় না ভাই হুঁশ
আকাশের চাঁদ ছুঁতে চায়,
অধিক পাওয়ার চরম লোভে
সব হারিয়ে তড়পায়।