মাঝ দরিয়ায় হাবুডুবু পারের আশা নাই'রে আর
তুমি বিনে মোর কে আছে আর পারের-ই কাণ্ডার।।


অকূল দরিয়ার বুকে নাইরে কূল নাই কিনার
সকল তরী ভিরলো পারে আমি কেবল রই অপার।।
নদীর জলে ভাসছি একা পারের আশা নাই কী আমার


তুমি বিনে মোর কে আছে আর পারের-ই কাণ্ডার…


হেলায় হেলায় যায়'রে কেটে বেখেয়ালি জীবন আমার
আপন হিসাব টেনে দেখি যা কিছু সবই যে শুধুই
আঁধার।।
তবু আমি হইনি নিরাশ তুমি যে মহৎ অপার…


তুমি বিনে মোর কে আছে আর পারের-ই কাণ্ডার
মাঝ দরিয়ায় হাবুডুবু পারের আশা নাই'রে আর
তুমি বিনে মোর কে আছে আর পারের-ই কাণ্ডার।