মানের ভাষা বুঝে না যে তার সাথে মানের হয় কী মানে
আমার মনের গোপন ব্যথা সেইজনে কী আর জানে।


মনের ঘরে পুষি যারে দিনে দিনে সেই মাত্রা ছাড়ে
ক্ষ্যাপা দৌড়ে ছুটে চলে শাসন বারণ করলে তারে।।
পাষাণ পরান যায় ছুটে দূর চায়না ফিরে পিছন পানে


আমার মনের গোপন ব্যথা সেইজনে কী আর জানে..


নিশিভোর সই এক করি নয়ন জলে যাই প্রহর গুনি
আসবে ফিরে সেই আশাতে হৃদয় মাঝে যাই স্বপ্ন বুনি।।
কত ফাগুন এলো গেলো ফুটলো না ফুল মোর বাগানে..


আমার মনের গোপন ব্যথা সেইজনে কী আর জানে..
মানের ভাষা বুঝে না যে তার সাথে মানের হয় কী মানে
আমার মনের গোপন ব্যথা সেইজনে কী আর জানে।