গণতন্ত্র,নাগরিক অধিকার
এটা প্রতিটি মানুষের থাকাটাই ন্যায্য
বিশ্বেরই বেহাল দশা,অযথাই বুলি আওড়ায়
কুটচাল আর দুর্বুদ্ধির দুর্ভেদ্য সরণির ধুম্রজাল


ক্ষমতার অপব্যবহারে উন্মত্ত বিশ্ব নেত্রীত্ব
পেশিশক্তি,অস্ত্রশক্তির অপ রাজনীতির মহড়া
মিসাইল হাইপারসনিক ভীতিতে প্রকম্পিত বিশ্ব
জনমনে আতঙ্ক ঘরে ফেরা অনিশ্চিত সাধারণের
কেউ ঘরে ফিরে পায় প্রিয় জনের বীভৎস লাশ


মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে শ্রমিক,ছাত্র
স্বল্প উপার্জনীর আত্মার হাহাকার,মুক্তিকামী ঐ
স্বাধীনচেতা টগবগে তরুণের লাশ কুকুরের দখলে


তবুও মিটেনা ক্ষুধা
ক্ষমতা লোভীর লোলুপ দৃষ্টি আরও আরও লাশ
পিতা মাতার বিচ্ছিন্ন দেহাংশ দ্যাখা কতো নির্মম  
অসহায় শিশুর শুকিয়ে যাওয়া চোখের সরল প্রশ্ন
গণতন্ত্র,নাগরিক অধিকার,কার জন্যে যত্নে রাখা-


হায় মানবতা!তুমি কী শুধুই কথার কথা?