মানুষের ঘরে জন্মেছি ভাই
       মানুষের গান গাই,
   কৃষক মজুর তাঁতি কামার
     এক স্রষ্টার সৃষ্টি সবাই।
  
  একই আলো একই বাতাস
        দান করিলেন প্রভু,
   একই জলে সবে শুদ্ধ-শুচি
        দ্বিধাদ্বন্দ্ব কেন তবু ?    


     কেন মিছে ধর্মের বড়াই
   কিসের মোহে লড়ছে সবাই,
      কিসের এত হিংসা দ্বেষ
গ্রাসিল মানবতা কোন সে কসাই।


      এসো ভুলি সব হাঙ্গামা
বন্ধ হউক সকল যুদ্ধের দামামা,
    দূর হউক মনের সংকীর্ণতা
এসো ভালবাসায় ভুবন সাজাই।