আমার প্রাণে দিবানিশি কার বাঁশরী বাজে
প্রাণ যে আমার রয়না ঘরে মন বসে না কাজে
                      সই'লো মন বসে না কাজে।


রাম্না ঘরে যখন থাকি তার মুরলী যাগ'য়ো ডাকি
ঘরে আমার রয় শাশুড়ী ক্যামনে মন বেঁধে রাখি।।
তার সে বাঁশির করুণ সুর যে হৃদয়ে সদাই বাজে…


মন বসে না কাজে সই'লো মন বসে না কাজে……


বিষের বাঁশি অঙ্গ পুড়ে নিশীথে ননদী রয় যে ঘরে
এপাশ ওপাশ রাত্রি কাটাই তুষের আগুন এই অন্তরে।।
কালার জ্বালা বাড়ে দ্বিগুণ অন্তর পুড়ে সকাল সাঁজে…


মন বসে না কাজে সই'লো মন বসে না কাজে……
আমার প্রাণে দিবানিশি কার বাঁশরী বাজে-
প্রাণ যে আমার রয়না ঘরে মন বসে না কাজে
                      সই'লো মন বসে না কাজে।