বন পুড়িলে বিশ্ব কাঁদে মন পুড়িলে কেউ দ্যাখেনা
মরলে আমি হবে কী আর মন পোড়া সোনা।।


ভালো যারে বাসলাম আমি এই মন প্রাণ সঁপিয়া
তার বিহনে কেমনে রই একলা নিশি জাগিয়া।।
দিবানিশি মনের ঘরে তারই যে রয় আনাগোনা …


মরলে আমি হবে কী আর মন পোড়া সোনা……


কে আছিস পাইলে তারে দিস'রে তোরা জানাইয়া
কালা বিনে অন্তর আমার ছাই হলো যে পুড়িয়া।।
দিবানিশি মনের ঘরে তারই যে রয় আনাগোনা …


মরলে আমি হবে কী আর মন পোড়া সোনা
বন পুড়িলে বিশ্ব কাঁদে মন পুড়িলে কেউ দ্যাখেনা
মরলে আমি হবে কী আর মন পোড়া সোনা।