মনে পড়ে বাদলার দিনে
এসেছিলে মোর কাছে,
আষাঢ়ের ঢল ধরার বুকে
বসেছিলে ঠিক পাশে।


গগন গরজায় ঘন বরষায়
শঙ্কিত রয় চারিধার,
শীতল সমীর ছোঁয় দেহ মন
হৃদয়ে সুখের জোয়ার।


প্রতীক্ষিত প্রেয়সী আজ
এলো হৃদয়ের দ্বারে,
বৃষ্টির জল মুছিবার ছলে
তাকায় আঁচলের আঁড়ে।


কত মধুর স্মৃতির আবেশ
হৃদয়ের কিনার জুড়ে,
এই বর্ষায় তোমার শূন্যতায়
অহর্নিশ অন্তর পুড়ে।


আজো বর্ষা নামে,ভাসায়
তৃষার্ত অবনির বুক,
একাকিত্বের দহনের ক্ষণ
বাড়ায় হৃদয়ের অসুখ।


এই বর্ষায় তোমারও কী তাই
এই আমায় মনে পড়ে,
তোমারও কী আমার মতোন
নিভৃতে অশ্রু ঝরে।