না পাই যারে আঁখির আগে
অন্তরে তাঁর রয় বসত,
তাঁর কাছে যাই কোন প্রকারে  
আছে কোথা সরল পথ।


বিষাদ জ্বালা বুকের ভেতর
বাহিরে তার নাই প্রভাব,
বিত্ত বিশাল পূর্ণতায় ভূপ
চিত্ত মাঝে ক্যান অভাব?


খুঁজছি সদাই সেই প্রিয় মুখ
যাঁর লাগি এই মনস্তাপ,
পাই যদি সেই মাহেন্দ্রক্ষণ
ছাড়তে পারি রাজ প্রতাপ।