কষ্ট যদি দিয়ে থাকি জীবনে তোমার,
কেন তবে স্মৃতি তটে আসো বারবার;
যেই খানে স্মৃতিগুলো দিয়াছো কবর,
আজো কেন তার লাগি হৃদয়ে কদর।


সাধ করে দিয়েছিলে ব্যথা এই প্রাণে,
হই'নি ব্যথী তুলেছি সুর নব গানে;
পুড়িছে হদয় যতো হয়েছি নিখাদ,
নিভৃতে করেছি হৃদে প্রেমের আবাদ।


নিশ্চিত জানি আসিবে এই তটে ফিরে,
সন্ধ্যার পাখি যেমন ফিরে আসে নীড়ে;
রই বসে এই ঘাটে থাকি পথ চেয়ে,
রাতভোর রই জাগি আমি একা নেয়ে।


জানো যদি কোন ভুল করিনি'ক আমি,
জেনে রেখো চিরতরে মোর প্রেম দামি।