নবান্নের এই নিমন্ত্রণে এলো উৎসব মুখর দিন
ঘরে ঘরে পিঠা পুলি আনন্দে মন হলো রঙিন,
বাংলা মায়ের কুটিরে নামে সুখ ছোঁয়ানো ঢল
কিষাণ বঁধুর লাজ রাঙা বদন খুশিতে চঞ্চল।


হেমন্তের এই প্রভাতে কৃষক ছোটে দূর মাঠে
সোনালি ধান তুলবে ঘরে বাকি কিছু ঐ হাটে,
দেনা পাওনা মিটাবে এবার মহাজনের খাতা
দুঃখ দিনের স্মৃতি ভাসে হৃদে জাগে কত কথা।


সোনা সোনা নূতন ধানে কৃষকের মুখে হাসি
দুধ-ভাতের স্বপন মনে জাগে সুখ বারোমাসি,
দুঃখীর নিশি কাটবে এবার এইনা অগ্রহায়ণে
তৃপ্ততার কোমল পরশ লাগলো আজি প্রাণে।


ভোরের শিশির গায়ে মেখে হৃদয় শীতল করে
বেরোবার পথে বউটার পানে চেয়েছিল আড়ে,
চোখে চোখে হলো কথা না বলা যত প্রতিশ্রুতি
রোদে ঘামে নেই ক্লান্তি কণ্ঠে তাহার মধুর গীতি।