আজকে আমায় নাই চিনিলে
নাই বা দিলে খোঁপায় ফুল,
তুমি আমার কৈশোর সাথি
চিনতে কি আর হয়'গো ভুল।।


যতোই দূরে থাকো না ক্যান
বসত তোমার এই মনে,
তুমিই আমার সাত রাজার ধন
জানে কি আর আনজনে।।


নাই যদি পাই ঐ বুকে ঠাঁই
তবু তুমি মোর প্রতুল…
আজকে আমায় নাই চিনিলে
নাই বা দিলে খোঁপায় ফুল……


তুমিই আমার আঁধার নিশির
চন্দ্র মাসের পূর্ণ চান,
তুমিই আমার সুর লহরির
মন ভেজানো প্রথম তান।।


তোমার সুরে গাইতে সদা'ই
হয় না আজো কোন ভুল…
আজকে আমায় নাই চিনিলে
নাই বা দিলে খোঁপায় ফুল……