নাম তার শান্ত চলাফেরায় দূরন্ত
ব্যস্ততার নেই শেষ হয়না'ক ক্ষান্ত,
উদ্দাম ছুটাছুটি দিগন্ত হতে দিগন্ত
মুখে হাসি লেগেই থাকে অফুরন্ত।

গায়ে আছে বল দেহ সুস্থ সবল
কাজ কর্মে সর্বদা দৃঢ় মনোবল,
দুষ্টুমিতে পটু অতি প্রাণ চঞ্চল
সাথীদের সখ্যতায় সদা প্রাঞ্জল।

মাতা পিতার নয়নের মণি শান্ত
কথা নেই মুখে তার দুখ অনন্ত,
কাঁদে মাতা বাকহারা ছেলে শান্ত
ছেলে লিখে আনবে সে সুখ বসন্ত।