নারী সে-তো নারীই হয় সে কভু হয়না'ক হিন্দু-
মুসলিম,চাঁড়াল,জৈন,বৌদ্ধ কিম্বা খ্রিষ্টান
একই  প্রভুর সৃষ্টি সবাই নারীই হল বিশ্বের সম্মান।
কারে তুমি চাহ করিতে লাঞ্চিতা,
সে-তো নয়'ক অন্য, তব ভগ্নী কিম্বা মাতা,
নারী সদা কোমলমতি যাচে মানবতা
সবার উপর নারীর সম্মান দিয়াছেন বিধাতা।
আপন মায়ায় প্রভু আমার রাখিলেন নারীর মান
বিশ্বমাঝে উড়িল ঝান্ডা তাঁহার,আদর্শ হল "মুসকান"
বিভেদ ভুলে আস সবে, সাজাই আপন ঘর
সংকীর্ণতা ভুলে দেখ চাহি কেহ নয় কারও পর,
অসম্মান সদা সবার সমান,কাঁদে সবার মন-
পর্দানশিন নারী গড় যা তোমার পরকালের ধন।
লজ্জা সে'ত নয় এক নারী কিম্বা এক জাতের
পর্দা হউক সকল নারীর, নয় একা মুসলিমের।


১৩.০২.২০২২ খ্রীষ্টাব্দ
নারায়ন খোলা, নকলা, শেরপুর,বাংলাদেশ।