দুরন্ত ছুটে চলা
ঘুটঘুটে আঁধার চারিদিক
ছুটছি গভীর নিশির বুক চিরে
ধোঁয়াশা'র চাদর রাখছে আমায় ঘিরে।


আঁকাবাঁকা পথ
শহর হতে ছুটি পাড়া গাঁয়ের পথ ধরে
যত দূরে যাই নিজেরে হারাই
অচিন হাওয়ায় ছুটে ছুটে হৃদয় জুড়াই।


নতুনের সন্ধানী মন
অবগাহন করি নতুনত্বের গহীন অতলে
চির চঞ্চলার প্রাণ হয় শীতল
তৃষিত মননে প্রশান্তির পরশ পাই
চির নতুনেরে খুঁজি যা চিরকাল'ই চাই।