গরীব হাতে ধনীর সংসার
রঙিন সজ্জাতে সাজে,
সব গোছানোর পরে'তো ভাই
গরীব লাগেনা কাজে।


হাভাতের দল গায়ে খুব বল
অন্যের ঘানি যায় টেনে,
মাঠে ঘাটে খেটে যায় রোজ
লাঞ্ছনা নেয়'রে মেনে।


যোগ্য সম্মান পায় না গরীব
যেনো জনমের চাকর,
অল্প কয়টা টাকার জন্যেই
খাটাচ্ছে নিজের গতর।


এই গরীব ভাই নাই যদি রয়
ধুলার ধরণীর বুকে,
ও বিলাসী ভাবছো কি তাই
কাটবে কি দিন খুব সুখে।


আসেনি'কো গরীব ধরায়
অন্য কোন পন্থাতে,
সাধের প্রাসাদ রইবে পড়ে
থাকবেনা কেউ ধরাতে।


গরীব কে তাই আর হেলা নয়
ওরা এই সমাজের ভাই,
মানুষ জ্ঞানেই মূল্য তাদের
তাই ন্যায্য অধিকার চাই।