তন্দ্ৰাচ্ছন্ন ক্লান্ত আঁখির নিদ হরা অতীতের দর্পণ
হারানো সুরের বিষাদিত আর্তনাদ
ডুকরে উঠে প্রাণ
হৃদয়ের উঠোন জুড়ে হরহামেশা দর্পিত পদচারণা
স্মৃতিদের আনাগোনা আজকাল অবিরাম
মন মুকুরে ভাসে
প্রথমা আকাশে
রক্তিম সুর্যের ন্যায় ফেলে আসা প্রিয় অতীত


কুয়াশা ভেজা ঝাপসা চোখে খুঁজি
নীল আকাশ
নির্মল বাতাস
তোমার গা'য়ের মিষ্টি গন্ধে মাতোয়ারা আজো
অলৌকিকতার আহ্বানে ছুটি গ্রহানু হতে তপ্ত মরু
দুরন্ত কৈশোর
স্বপন বিভোর
তোমার বাতায়নে আজও চোখ ফেলে যাই
নিঃসঙ্গ বাতায়ন অমনি আছে শুধু তুমি পাশে নাই