প্রেমের দুর্বোধ্য আকর্ষণে একটা অন্ত-হীন পথ চলা,
ভাবনার সমীকরণ সর্বদাই এলোমেলো অগোছালো ;
ভেবেই রেখেছি এইবার অন্তত হৃদয়ের কথা বলবো;
কোন অজানা শঙ্কায় ভীরু মনের আকুতি হয়নি বলা।


চিত্ত সদা ভীরু কাঁপে দুরু দুরু পরানে বাড়ে হুতাশন,
কীরূপে বুঝাই অন্তর পুড়ে খাক জ্বলে সদা প্রেমানল;
উথলিয়া জাগে বক্ষে আমার বারেবারে প্রিয় আনন;
শ্রাবণের বারি নামিল অঝোরে নয়ন নদীতে প্লাবন।


নিদহীন নিশিদিন শূন্য আলয়ে কাটাই বিরহ রজনী,
কাটেনা আঁধার জীবন হতাশার গুমরিয়ে কাঁদে প্রাণ;
একাকীত্ব মোর হলো চির সাথী নিঃসঙ্গতা অফুরান ;
আসে ভোর রক্তিম আলোয় আসেনা প্রাণ সজনী।