মানব জাতি শুধিতে দিলে ফরমান,
করিলে দান সুন্দর জীবন বিধান।
সুপথের বার্তা রয় প্রতি স্তরে স্তরে
হবেনা'ক ভ্রষ্ট যিনি প্রভু নাম স্মরে।


হেদায়েত প্রাপ্ত সেই বড় ভাগ্যবান
গ্রহণ করিল যিনি আল কোরআান।
সর্বাবস্থায় প্রভুর শুকর আদায়,
তাকিয়ে রয় সদাই প্রভুর দয়ায়।


তোমাতেই অনুরত সদা মন প্রাণ,
সরল পথ দেখিয়ো ওগো দয়াবান।
পঙ্কিলতা হৃদে যতো ধুয়ে দিও প্রভু,
নিজ গুণে করো ক্ষমা ভ্রষ্ট হলে কভু।


উত্তম ক্ষমাশীলতা গৌরব তোমার
মহিমান্বিত আল্লাহ করুণা আধার।