নির্লজ্জ এক বিশাখ নাঙ্গা বৃক্ষ রয় দাঁড়িয়ে
শির আকাশ ছোঁয়া,উপকারের বালাই নাই,
নাই তার ছায়া শীতলতা,না আছে চোখ রাঙ্গানোর সক্ষমতা তবুও অহমিকার তুঙ্গে.......

বানের জল ভাসিয়ে নিয়ে গেল পুরো গাঁ ,সহস্র পরিবার যেথা গৃহহীন,তুমিতো নির্বিকার তোমার আবার
কীসের ঋণ.....

কত শত প্রাণ হলো অবসান বৃদ্ধ আরও কত শিশু
সব হারানোর প্রাণে প্রিয়হারা শোক-
হৃদয় পুড়ে খাক!
যাক্ সবই ভেসে যায় যাক............

নির্দয় তুমি,নিশ্চলা নির্বাক!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸