বহু কাল হইল গত দুঃশাসনের অবসান
আজও কেন ধ্রুপদীরা পায়না'ক পরিত্রাণ,
কেন এত নির্মমতা এত কেন উৎপীড়ন?
কত আর সইবে ওরা দুঃশাসনের নিপীড়ন?
স্কুল কিংবা কলেজ পাড়ায় কেন নারী লাঞ্ছিতা
সমাজ কিংবা আপন ঘরে সদাই ওরা বঞ্চিতা,
সভ্যতার মুখোস পড়ে চলছে যত অসভ্যতা
ঘরের কোনে মুখ লুকিয়ে কাঁদছে কত ধর্ষিতা।
খবরের পাতা উলটে দেখি কত শত পাষান্ডতা
কারো কাছে নারী নয় নিরাপদ হতে হয় নির্যাতিতা,
নারী দেহ পন্য করে দেয় অপবাদ দুশ্চরিতা
হয়কি নারী সাধ করে আর এমন ঘৃণ্য পতিতা।
নারীর সম্মান মুখেই বলে অন্তরে পুষে অন্ধতা
সুযোগ পেলে যায় চালিয়ে নিষ্ঠুর মনের বর্বরতা,
কেউ ভাবেনা নারীর সম্মান,দান করেছেন বিধাতা
কারো স্ত্রী,ভগ্নী এই নারী,আবার কন্যা কিম্বা মাতা।