কিছু মানুষ নির্লজ্জতাকেই যেন জয় করে নিয়েছে অবলীলায়, উচ্চপদস্থ হয়েও ভিক্ষা ঝুলিতে
লোলুপ দৃষ্টির তীক্ষ্ণ প্রকোপ,

সংযমিত হয়না তাদের আকাশচুম্বী লোভ, উচ্চ- বিলাসী আয়েশি জীবনের নির্মমতার বলি
অতি সাধারণ,
কী আশ্চর্য অঘোষিত আইন প্রণয়ন........?

ভালো আর মন্দ তফাৎ করবার জন্য এ সময়টাই  যেন সম্পূর্ণরূপে অনুপযুক্ত,অফিসের ছোট বড়-
সকলেরই ঘুষ আর সম্মানি নেয়ার
কী অভিনব কৌশল,নইলে-
সদ্য অবসরে আসা বৃদ্ধেরও শরীরের ভার সইবেনা
নিষ্প্রাণ জুতো জোড়া......

কী নির্লজ্জ অধিকার……….?
অন্যের পকেটে বড় কর্তার.........
ভাবেইনা "সেবার" জন্যই রেখেছে তাকে সরকার।

কোন এক অফিসের ক্ষুদ্র একটা কাজ, নেই কোন পরিশ্রম তবুও কী চমৎকার কৌশলের জাল...
দ্যাখো তুমিতো বন্ধুসম খেলার সাথীও বটে, নিজের জন্য কিছু কী চাইতে পারি?
অফিসের অন্যান্য ষ্টাফ আছে বুঝতেই পার........

বেশ বেশ তাতেই যদি যায় দিন ভালো-
ব্যাংকে হাত দেবার,কী আর আছে দরকার...?

বুঝো ঠ্যালা এইবার.......
স্ত্রী পুত্র কন্যা, আছে ওদের মাত্রাতিরিক্ত আবদার,

ভেবো,
যাদের জন্য ছল চাতুরী, দায় কী তারা নিবে তার?