নদী

নদী বলে আমি দয়ার প্রাণ ভাবনা আমার অতি খাঁটি
তাইতো আজো বাঁচিয়ে রেখেছি তোর ঘরের দুটো খুটি,
নইলে কবে ভেসে যেতো তোর সাধের এই ভিটে মাটি
আজো তোরা কত্ত সুখে ঘুমাস বিছিয়ে শীতল পাটি।

অসহায়

বাহ্ বেশ সহায় সম্বল ঘটি বাটি নিলে সকলই কাড়ি
বানের জলে দুখিনী বউটাও আমার আশা দিল ছাড়ি,
গাই দুটো ছিল দুধের তারাও যে ফিরল না আর বাড়ী
সকল কিছু ছিনিয়ে আজ তুমি বড়ই দয়ার কান্ডারি।

নদী

পানির জন্যে কত হাহাকার এলে বাড়ে জ্বালা আবার
শক্তিহীন অধম যাবেই ভেসে সেইটা কী দোষ আমার,
পারো যদি ঠেকাও আমায় থাকে যাদি সাধ্যি তোমার
বেঁচে আছ তাই কম কিসে নূতন স্বপন দ্যাখো বাঁচার।

অসহায়

কী আশ্চর্য বেঁচে থাকার দাবীটুকু এটাও যেন দান তার
দুঃখ ভুলে গতর খাঁটিয়ে দাঁড়াতে চাই জীবন গড়ার
চাষ করে যাই শস্য ফলাই সুখ যদি তাই আসে এবার
নূতন রূপে এসে আবার রাখলিনা আশা বেঁচে থাকার।