সবাই বলে নদীর প্রাণে
দয়ামায়া নাই'রে,
চোখের পলক পড়ার আগে
ভাসায় সবই ভাই'রে।


নির্দয়া সে পাষাণ চরম
আপন মনে ধায়'রে,
তার প্রাণেও যে রয় বেদনা
কেউ বুঝে-না হায়'রে।


তাহার কাঁদন তার বুকে রয়
ছুটছে আপন মনে,
জলের ভেতর ঝরায় পানি
দ্যাখেনা আন-জনে।