নতুন দিনের স্বপন বুনি
আসবে সোনার দিন,
কোন খোয়াবি জাগায় আশ
ঘুচবে দুখের ঋণ।


আলোয় আলোয় ভুবন মাঝে
সোনার পিদিম জ্বাল,
আজিকের কাজ এখন-ই কর
বলিস না তুই কাল।


দুর্দিনে আর থাকিসনে ভাই
মুখ লুকিয়ে ঘর,
লাঙল জোয়াল কাঁধে এবার
মাঠে নেমে পর।


সোনার দেশের সোনার চাষি
দেশ তোর পানে চায়,
সোনার ফসল ফলাতে আজ
চলবি তোরা আয়।