এই ফাগুনে লাগলো দোলা
বিরহীর এই অন্তরে,
থাকিসনা আর দূরে দূরে
ও পরানের বন্ধু রে।।


চাই না রোদন এই জীবনে
অনেক হলো যে জ্বলা,
পাষাণ ভুলে একসাথে হোক
নোতুনের পথে চলা।।


মুছো আঁখি প্রাণের প্রিয়
দুঃখ সবই ভুলো'রে-
এই ফাগুনে লাগলো দোলা
বিরহীর এই অন্তরে………


ভুলেছি সব অতীত বেদন
খুুশির জোয়ারে ভাসি,
মান অভিমান ছেড়ে এসো
আজ চলবো পাশাপাশি।।


ফাগুন বনে নাই ফুটুক ফুল
বসন্ত আজ এলো রে-
তাই ফাগুনে লাগলো দোলা
বিরহীর এই অন্তরে………