ওগো কাজলা নয়না মন শিকারিনী
ছুড়না ছুড়না ও তীর আমার পানে।।


তোমার ঐ বাঁকা চাহনিতে
মরিতে চায় এ মন বারবার।।
কি যে ব্যথা বাজে প্রাণে বলি কারে কোন পরানে-


ছুড়না ছুড়না ও তীর আমার পানে……


ওগো তোমার নয়ন গহীনে
কতইনা যাদু রয় লুকায়ে।।
এত ছল সই কেমনে বল
জলে ভাসে আঁখি যুগল-
আঁখির আড়াল হলে বাঁচেনা প্রাণ তুমি বিহনে-


ছুড়না ছুড়না ও তীর আমার পানে-
ওগো কাজলা নয়না মন শিকারিনী
ছুড়না ছুড়না ও তীর আমার পানে।