তোমার চিকন ঠোঁটের স্পর্শ পাবার আকাঙ্ক্ষায়
উদ্রীব আমার ওষ্ঠদ্বয়,ও আঁখি পল্লবের ইশারা-
হৃদয়ে তোলে ঝড় অবিরত,তোমার বেণীর গন্ধে
বাউরি এ মন হারায় দূর অজানায়…


চেঙ্গিস খান,হালাকু খান,কিংবা হিটলারের দুরদর্শিতা
সেও নত মস্তকে ধরা দিবে হয়তো ও ঠোঁটের স্মিত-
হাসির ঝলকে,চোখ পড়তেই চোখে মরেছি পলকে…


প্রথম যবে ছুঁয়েছিলে আঙুলে আঙুল,তুমিও কী
শিহরিত হয়েছিলে?ভুলতে পারিনি আজো হাতে হাত,
মৃদু টিপ্পনী অতঃপর সুললিত কণ্ঠের উহ্ শব্দটি……


ওগো কিশোরী ললনা,নহে আর ছলনা,হাতটা বাড়াও,
চলো হারাই যেথায় দূর পাহাড়ের সবুজের মাখামাখি,
পাখিদের কলতান,চলো ভাসি ঐ ঝর্ণার স্রোতে…


ভাসতে ভাসতে চলো মিলি মিলনের মোহনায়…