আজো নামে হায় অশ্রুঅখির বেসামাল ঢল
নিভৃতে আসি দুয়ারে কখন কাঁদালে এই মন
উথাল-পাথাল বুকের ঢেউয়ে ভাসায় দু'কূল
বালুকার তপ্ত বুকে ঈষৎ বারি বাড়ায় অসুখ!


কেটেছে বহুকাল এমনই কাটেনি বিরহ নিশি
জীবন আঁধারে দুঃসহ স্মৃতিরা করে আনাগোনা
দুখের চাষী তাই আনমনে করি চাষ বারোমাস
কুঁড়ে কুঁড়ে খায় বিষম জ্বালা অন্তরের হুতাশন!


চাইনি কভু তোমার মতোন বিশৃঙ্খল পরিতৃপ্তি
ঔদার্য ছিলনা আমার অক্লেশে বিলিয়ে দেবার
যেমন এক সিগারেটে শত ওষ্ঠের অক্লান্ত চুম্বন
অমন উন্মত্ত হইনি বলে কত যে সয়েছি ভর্ৎসনা!


দিব্বি গত হলো জীবনের শুষে নেওয়া নির্যাস
একে একে নেতিয়ে পড়েছো তোমরা সকলেই
তবুও যায়নি সরে বিকৃত মুখ হতে নিকৃষ্ট হাসি
নিঃশঙ্ক চিত্তে আমারি আঁখির আগে চলে খুনসুটি!