কতো মেধার হয় অবক্ষয়
ঘৃণ্য চালের ছলে,
শিক্ষার্থীর মন মজগে আজ
অস্থিরতাই চলে।


গতর খাটায় পিতা মাতা
ফুটানি লয় তারা,
প্রাণের আশা ছেড়ে দিয়ে
মিছিলে হয় খাড়া।


ছেলে মেয়ে নেই ভেদাভেদ
চলে একই সাথে,
লাজ শরমের নেইকো বালাই
ঘুরে চন্দ্র রাতে।


ধর্ম ভীতি নাই'কো ওদের
মত্ত নেশার ঘোরে,
আপন জীবন বিনাশ করে
নিজের কবর খুঁড়ে।


লাভের রাজা চূড়ায় বসে
কলকাঠি যায় নেড়ে,
স্বার্থের বেঘাত ঘটলে তাদের
জানটা নেবে কেড়ে।


বয়স নবীন ওরা অবুঝ
বুদ্ধি বড়ো কাঁচা,
কেউ কি আছিস হাতটা বাড়া
প্রাণটা ওদের বাঁচা।