যা কিছু অতি গোপন
তার ঔজ্জ্বল্যতা আলোকিত করে রাখে অন্তপুর
মন মোহিত করা দরদ ভরা প্রেমের আবাহন
গোধুলির রক্তিমস্নানে সন্ধার আকাশ দ্যাখা
চেয়ে দ্যাখো ওই আকাশের ভরা পুর্নিমা
আজো সেই একই রকম দ্যুতিময়
নীল সাদার বুকে জ্বলজ্বল করে জ্বলছে তারারা
হয়নি''ক বদল একটুখানি


আকর্ষণের তীব্রতা দুমড়েমুচড়ে দিয়ে যায় প্রাণ
তোমারও হয়তো কাটে নির্ঘুম যামিনী
শেষ নিশির অশ্রুঅখি হয়তো তোমারও লাগে মধুময়
আলোকবর্ষ দূরের ঐ নক্ষত্রের নিবিড় আলাপন
এখনো স্বপ্ব জাগায় প্রাণের গহীনে
তবুও দ্যাখো আজ আমরা অভিন্ন হয়েও কতো ভিন্ন