কে তুমি সুগন্ধী গোলাপ
সুভাস ছড়াতে এলে মোর-
আঙিনায়,তোমার গন্ধে-
আজি,জেগে উঠেছে নীরব
কবি, উঠেছে আজি হৃদ-
কাননে,নব প্রেমের দোল।
কোন নিকুঞ্জে থাক প্রিয়া
বারেক বলে যাও আমায়,
কী নামে ডাকিব তোমায়?
খানিক নিঃচুপ রয় দাঁড়িয়ে-
মৃদু হেসে অস্ফুট স্বরে
শুধু আমায় বলেছিলে তুমি,
আমার কোন  নাম নেই
চাইলে তুমি বলতে পার-
অবহেলে গন্ধহীন শিমুল।
কোন সে অভিমান জমে
পাথর হয়ে ছিলে নির্বিকার
বুঝিনি আমি! শুধু বুঝতে
পারি এ-ই টুকুনই,তুই যে-
আমার কল্পলোকের স্বপ্ন-
বাসর সজ্জায় পহাড়ি ফুল।