খুব মন চায় ছুঁই
সোনালী ধানের শীষে দোল খেলে যাওয়া দোল অনুভব
মন চায় ছুঁই কেমনে নিরবে সয় বাকহারা ভুঁই


পারতাম যদি ছুঁতে
বিরহী মনের বুক ফেটে যাওয়া হাহাকারের মাতম
প্রেম বিলাতাম অকাতরে সব বিরহকাতর বুকে


ছুঁয়ে যেতে মন চায়
মনের গহীনে না পাওয়া ইচ্ছে কেমনে স্বপ্ন বুনে
অধরা চাঁদ কে ছুঁয়ে যেতে চাওয়া মনটাকে চাই ছুঁতে
ছুঁতে চাই যেথা মিলে পূর্ণতা আর অপূর্ণতায়


যদি ছুঁতে পারতাম
ঐ দূর গগনের অভিমানী মেঘদলগুলো
বুকের উষ্ণতার চঞ্চল আলিঙ্গনে ভাঙিতাম
ছিলো যতো তার বুক ভরা অভিমান