বারেবারে আসি তোমার দ্বারে
মনের গোপন অভিলাষে নয়
তোমার প্রাণের উচ্ছল তরঙ্গে-
যাই হারিয়ে আজো বারেবার।

তোমার বৈভবে নেই প্রয়োজন
আমার,নেই শূণ্যতার হাহাকার,
শুধু শিহরিত হই দেখে মলিন
অবয়ব,কলেবরের অস্থিরতা-
তোমার নিঃসঙ্গতার একাকিত্ব
বলতে পারো কেন এত পুড়ায়?

হৃদয়ানলে যাই জ্বলে অনুক্ষণ
দুঃখ নেই কোন,বিদীর্ণ অন্তরের-
নিস্তব্ধতায় চাপা পড়ে থাক ক্ষত
তিতিক্ষার নেই আর প্রয়োজন।

রিক্ত প্রাণের নেই কোন খেদ
ইচ্ছেরা আর ডানা নাই মেলুক-
তোমার,শুধু একটিবার এসে
দাঁড়িয়ে যেও বাতায়ন পাশে,
ফাগুন হাওয়ায় এলো চুলের
গন্ধ নিতে নিভৃতে রব দ্বারে।