দুয়ারে তোমার আজো চোখ ফেলি
সংগোপনে আসি তোমার আঙিনায়,
উপচে পড়া ভালোবাসার লুটোপুটি
দূর হতে দেখি আর তৃষিত নয়ন জুড়াই।


তোমার উঠোনের কামরাঙ্গা গাছটায়
নিয়ম করে দু'বেলা দোয়েলের শিস,
শ্রাবণ বরিষে ভেজা মিষ্টি একলা দুপুর
ওষ্ঠদ্বয় চুইয়ে পড়া ফোঁটা ফোঁটা জল-
উচ্ছল প্রাণের ভুবনমোহিনী নির্মল হাসি
সবটা জুড়ে মনের অজান্তেই জড়াই।


এখনও শালিক যুগল উষ্ণতা ছড়ায়
চঞ্চুতে চঞ্চুতে বিলায় খুশির খোরাক,
অলস দুপরে ক্লান্ত টুনটুনি দম্পতিরা-
নিশ্চিন্ত মনে গা এলায় হিজলের ছায়।


তোমার বাড়ীর সেই সজনেডাঁটা আর
কাঁচা আমের মিষ্টি গন্ধের উদাস দুপুর,
আজো টানে হারিয়ে যাওয়া কৈশোরে-
প্রিয় টিয়া পাখিটাকে সেদিন কি ভেবে
চিরদিনের মতো করে মুক্তি দিয়েছিলে-
জানিনা,তবুও শূন্য খাঁচা ডাকে ইশারায়!


এই আমি সংগোপনে চিরদিন আসি যাই  
দুয়ারে তোমার আবিষ্ট হৃদয়ের তাড়নায় ।