দুয়ারে তোমার ক্ষীণ ক্ষণিক
ভিক্ষে মাগিবার লাগি আসি,
কৃপা করি তোমার মুখখানি
আমার মুখপানে লও তুলিয়া।


নয়নে আমার রাখিয়া অক্ষি
তীক্ষ্ণ দর্শনে দেখিবে পিয়াসি-
ভিখারি,অনন্ত তৃষা বক্ষে লয়ে
আজো বাঁচে তোমার আশে।


তুমিহীনা অন্তর ধু-ধু বালুচর
দুরাশার অতলে স্বপ্ন বাসর,
চাতক সদা শূন্যে রাখে দৃষ্টি
মেটাতে তৃষা এক ফোঁটা বৃষ্টি।


আজো খুঁজি সেই শুভক্ষণ
কবে পাব স্বীকৃতি তোমার
কোন ক্ষণে ডাকিবে আামায়-
প্রিয়,আপনার আপন বলিয়া।


ক্ষীণ ক্ষণিক ভিক্ষে মাগিবার-
লাগি,আসি দুয়ারে তোমার।